নতুন গীতাঞ্জলি
রেজাউদ্দিন স্টালিন
তখন পাতায় পাতায় পবনদেব
ধুলোয় ধুলোয় বৈশাখ
মেঘ উল্টে যাচ্ছে গীতাঞ্জলি
কালো আর ধূসর অক্ষর থেকে
বেরিয়ে আসছেন রবীন্দ্রনাথ
বর্ণে বর্ণে ক্ষুধা ও ক্ষরার আর্তস্বর
বাক্যে বাক্যে তবু অভয় বাঁচার শঙ্খ
উচ্চারণ উপচে পড়ছে ঝড়
জিহ্বার পালে শার্সির সম্মোহন
ডাকঘরে জমাকৃত চিঠির শিলাবৃষ্টি
পোস্ট মাস্টার আসে না ইথাকায়
ক্ষুদ্রঋণে প্রশিক্ষণ নিচ্ছে রতন
শিখে নিয়েছে হাওয়া বদলের সূত্র
বৃক্ষরা বেদনার শান্তিনিকেতন
ছাত্ররা নির্বাসিত সেলফোনের দ্বীপে
এতো বজ্র এতো হাওয়া
এতো শন্ শন্
তবু রবীন্দ্রনাথের চোখ নিস্তব্ধ
চুল বিদ্যুতের ইশারা
শশ্রু ক্ষুব্ধ মানচিত্র