জনগণের সব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেন বিএনপি নেতা আমিনুল হক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দোয়ারীপাড়াসহ দেশের প্রতিটি এলাকার মানুষের সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ।”
সোমবার (৭ জুলাই) রাজধানীর মিরপুরে ঢাকা-১৬ আসনের অন্তর্গত ৬নং ওয়ার্ডের দোয়ারীপাড়া ও আবাসিক এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় তিনি আরও বলেন, “জনগণের পরামর্শ ও সহযোগিতা নিয়েই আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। মাদকের বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুর আলম মন্টু, রূপনগর থানা বিএনপির আহ্বায়ক জহিরুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক প্রমুখ। সভাপতিত্ব করেন আলহাজ্ব আমজাদ হোসেন মোল্লা, সাবেক সদস্য, ঢাকা মহানগর উত্তর বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাসির উদ্দিন রাজু, যুগ্ম আহ্বায়ক, রূপনগর থানা বিএনপি। আয়োজক ছিলেন দোয়ারীপাড়া ও আবাসিক এলাকার স্থানীয় জনগণ।
সভায় স্থানীয়রা তাদের দীর্ঘদিনের নানা দাবি ও সমস্যার কথা তুলে ধরেন।
দোয়ারীপাড়ায় বিশুদ্ধ পানির সমস্যার সমাধান দাবি করেন। একটি স্থায়ী বাজার স্থাপনের দাবি তোলেন।
দ্বীন মোহাম্মদ নামে একজন স্থানীয় পুনর্বাসনের প্লট বিতরণে সুষ্ঠু ও ন্যায্যতা নিশ্চিত করার দাবি জানান। মোস্তফা কামাল বর্ষায় জলাবদ্ধতা নিরসনের প্রয়োজনীয়তার কথা বলেন।
কামাল হোসেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও ইস্টার্ন হাউজিং সংযোগ কালভার্ট নির্মাণের দাবি জানান।
জাহিদুল হক শুভ স্থানীয়ভাবে একটি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন এবং খেলাধুলার জন্য একটি মাঠ বরাদ্দের দাবি জানান।
সভাপতির বক্তব্যে আমজাদ হোসেন মোল্লা বলেন, “আপনার মতো জনপ্রিয় নেতা থাকলে এলাকাবাসী অবশ্যই আপনাকে বিপুল ভোটে জয়ী করবে ইনশাআল্লাহ।” তিনি পুনর্বাসনের প্লটসহ অন্যান্য দাবি বাস্তবায়নে আমিনুল হকের সহযোগিতা কামনা করেন।হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার