একাকীত্ব
তাসলিমা আক্তার
জানো আমি কিসে ভয় পাই?
না বললে কি করে বুঝব
আমি অভিমানে অবহেলায়
আর একাকীত্ব ভয় পাই।
আমি একা থাকতেই পারিনা
মানুষ কেমনে একলা থাকে
আমার তো একা থাকার কথা
শুনলেই গা শিউরে উঠে।
আমি অন্ধকার আর একাকীত্ব
দু'টোকেই ভয় পাই
আমি মিলেমিশে সবার সাথে
থাকতে চাই।
একাকীত্ব খুব কষ্টের
আমি যখন অসুস্থ বা
মন খারাপ করে থাকব।
তুমি আমার পাশে থেকো কিন্ত।
আমার হাতটি ছেড়ে দিও না
তাহলে আমি যে অতলে তলিয়ে যাব
অসময়ে, সুনির্দিষ্ট সময়ের আগে
এই কথা ভাবতেই কেমন লাগে?
নাহ আমি আর ভাবতে পারছিনা
তুমি যখন কোথাও যাবে
কাউকে আমার কাছে দিয়ে যেও
আমি একাকীত্ব থাকতেই পারিনা।
আমি নির্জনে নিরালায়
কেন পছন্দ করিনা জানো কি?
নাহ! বলো তুমি
কারন সেখানে একা থাকতে হয়।
আচ্ছা! আমি যখন মরে যাব
তখন ও কি আমাকে
একাই থাকতে হবে
কিন্ত কি করে সম্ভব?
সেখানে ও তুমি থেকো
আমি একাকী খুব ভয় পাই।