সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি গ্রেফতার মোট গ্রেফতার ৭ জনে দাঁড়াল:
হাসান মাহমুদ, স্টাফ রিপোর্টার
ঢাকা: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন: সজীব ব্যাপারী (২৭) ও মো. রাজিব ব্যাপারী (২৫)।
রবিবার (১৩ জুলাই ২০২৫) দিবাগত রাত আনুমানিক ৩:৩৫ মিনিটে নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস দল তাদের গ্রেফতার করে। ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এর আগে গত ৯ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর নিহত সোহাগের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র্যাব এর আগে পাঁচজনকে গ্রেফতার করে। সর্বশেষ দুইজন গ্রেফতার হওয়ায় এ মামলায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
ডিবি পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।