1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

মশকরা নয়, মশার রাজনীতির বলি হচ্ছে জনগণ!

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

মশকরা নয়, মশার রাজনীতির বলি হচ্ছে জনগণ! ডেঙ্গু-চিকুনগুনিয়া ছড়াচ্ছে, আর ‘মশা মারার’ নামে চলছে তুঘলকি ব্যর্থতা

বাংলাদেশে বর্ষা এলেই সরকারি কর্মকর্তাদের মাঝে দেখা যায় “মশা দমন” নিয়ে হঠাৎ উৎসাহের ঢল। কিন্তু তা মূলত কিছু লোকদেখানো ফটোসেশন, কয়েক বোতল স্প্রে আর ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞপ্তিতেই সীমাবদ্ধ। বাস্তব চিত্র ভয়াবহ—রোগ ছড়ায়, মানুষ মরে, আর প্রশাসন শুধু ব্যর্থতার দায় এড়াতে ব্যস্ত।নগরজুড়ে এডিস, কিউলেক্স, অ্যানোফেলিসের অভয়ারণ্য গড়ে উঠলেও সিটি কর্পোরেশন বা স্বাস্থ্য দপ্তরের চোখে যেন কিচ্ছুটি পড়ে না। মশা মারার নামে দুর্নীতির জাল বিছিয়ে ফেলা হয়, অথচ জনগণের রক্তে ডেঙ্গুর হিমশীতল ছোবল বাড়তেই থাকে।

কেন এই চরম ব্যর্থতা?

১। পরিকল্পনার অভাব: বছরের শুরু থেকে ধারাবাহিক কোন কর্মপরিকল্পনা নেই। বর্ষা এলেই তড়িঘড়ি শুরু হয় লোকদেখানো অভিযান।

২। প্রশাসনিক উদাসীনতা: সিটি কর্পোরেশন, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় সরকার—সবাই আলাদা সুরে কথা বলে, সমন্বয়হীনতা স্পষ্ট।

৩। ওষুধ ও ঠিকাদারি দুর্নীতি: অকার্যকর ওষুধ আমদানির পেছনে বড় রকমের দুর্নীতির অভিযোগ বহুবার উঠেছে। ঠিকাদারদের ‘সুপারভিশন’ ছাড়া কার্যক্রম চলে না।

৪। গণসচেতনতার ঘাটতি: জনগণকে সচেতন করতে কার্যকর কোনো উদ্যোগ নেই। ঘোষণা আছে, বাস্তব নেই।

৫। চিকিৎসা ব্যবস্থার ভগ্নদশা: সরকারি হাসপাতালে শয্যার অভাব, পরীক্ষার সুযোগ সীমিত, ডাক্তার কম—সব মিলিয়ে দুর্দশার নামই যেন ডেঙ্গু চিকিৎসা।

অবশেষ! বাংলাদেশে মশা একটি মৌসুমী সমস্যা নয়, এটি এখন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ যখন আক্রান্ত হয়, তখন দায়সারা অভিযানে কোটি কোটি টাকা খরচ করেও পরিস্থিতির উন্নতি হয় না।

এটি কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়—এটি এক নির্মম রাষ্ট্রীয় অমানবিকতা, যেখানে জনগণ শুধু রোগ নয়, অপদার্থতা আর ‘মশকরা’র শিকার হচ্ছে প্রতিনিয়ত।আমরা প্রশ্ন রাখি—কারা মশা মারছে আর কারা কামড় খাচ্ছে? এডিস কি শত্রু, না অব্যবস্থাপনা?

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট