জনমের স্বরূপ — নাসরিন ইসলাম
ভিতরে-বাইরে সব, সব পুড়ে খাক হয়ে যাক শেষ! হয়তো নতুন করে জাগিবে, অথবা চিরতরে নিঃশেষ।
আলো-আঁধারির লুকোচুরি খেলায় এগোবে না এক পা পথ, তাতে যতই ঘিরে থাকুক ঘৃণা— পথপ্রান্তরে অভিসম্পাত।