রাখাল ছেলে
স্বর্ণা তালুকদার
আমার দেশের সোনার মাটিতে
কত শান্তি বাংলার শীতল পাটিতে
রাখাল ছেলের শ্যামলা গড়ন মুখ
সোনার ফসল দেখিলে
রাখাল ছেলের জুড়ায় বুক।
মুখে তাহার দারুণ হাসি
সময় পেলে বাঁজায় বাঁশি
ক্লান্ত চোখে দেখে সুখের স্বপন
শক্ত হাতে করে ফসলের বীজ বপন।
সোনার আলো মুঠোয় পুরে
আনে নব রাঙা দিন ভোরে
নবীন ছুটে যায় রাখালের বেশে
সবুজ মাঠ বাংলাকে ভালোবেসে
সবুজ তৃণ নদ নদী
রাখালছেলে ভালোবাসে নিরবধি।