শোকবার্তা
এই হৃদয়বিদারক সময়ে কলম থেমে যেতে চায়…
এতগুলো নিষ্পাপ শিশু—যাদের চোখে ছিলো স্বপ্ন, মুখে ছিলো হাসি, আর ভবিষ্যৎ ছিলো অগাধ সম্ভাবনায় পূর্ণ—তারা আজ এই পৃথিবী ছেড়ে চলে গেছে চিরতরে।
আল্লাহু আকবার!
এ কেমন নির্মমতা!
কতটা ভারি হবে সেই মায়ের বুক, যে সকালে সন্তানকে খাইয়ে আদর করে পাঠিয়েছিল, আর বিকেলে জেনেছে, সে আর ফিরবে না!
কতটা নিঃস্ব হয়ে গেলো সেই বাবা, যে সারাদিনের ক্লান্তি ভুলে সন্তানের হাসিতে শান্তি খুঁজতো!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা সবাই আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি, আর তাঁর কাছেই ফিরে যেতে হবে।
এই শোক শুধু ব্যক্তিগত নয়, জাতিগত এক গভীর বেদনা।
ইকবাল জিল্লুল মজিদ
উপদেষ্টা – রৌদ্রদীপ্ত গ্রুপ,বাংলাদেশ