মায়াবী আলো / স্বর্ণা তালুকদার
কৃঞ্চচুড়া আগুন রং আকাশে
শিশুর ফোকলা দাঁতের মিষ্টি হাসিকে,
আমরা সবাই ভালবাসি
মেঘ সে তো এলো চুলের মত
বৃষ্টি ঝরনা কবির কবিতার মত,
সময় সে তো বাস্তবতার প্রতিঘাতে
তবুও স্বপ্ন আঁকে মনের দেয়ালে
কখনোবা চোখের নোনা জলে,
স্বপ্নকে আরো তুঙ্গে তুলে
চিন্তা হয় সমৃদ্ধ ধ্যানে মননে
আত্মশুদ্ধি হয় প্রজ্ঞার আসাদনে
হৃদয় ভুলে বিরহের সুর,
গেয়ে যায় সুর সুমধুর
সূর্য উঠে পূর্ব আকাশে,
মন হাসে ফুলের সুবাসে।