প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৫, ৯:৪৫ পূর্বাহ্ণ
হলো না ভালোবাসা! কবি মুসাফির
হলো না ভালোবাসা!
কবি মুসাফির
ভালোবাসার নীল সাগরে
আমি হলাম -
এক লাল পদ্ম একান্তে,
তবে আজ মনে প্রশ্ন ঘুরে ফিরে
হয়তো ভালবাসায় ছিলো তোমার
কিছু না জানা -
ভুলে ভরা।
আজ তাই আমি শুধুই -
একা হয়ে আছি!
চাইলেও না পেয়ে আশেপাশে-
অদূরে!
তোমার ভালবাসার দেখা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত