বর্ণ
স্বর্ণা তালুকদার
আমাদের বর্ণ আনন্দ স্বর্ণ
তার আভা সু্বর্ণ,
মায়ের ভাষায় শপথবদ্ধ
মানিনা অন্যায় বাঁধা শর্ত,
ভাষার জন্য মিছিল জাগে
লাগে রক্তের ঢেউ
ছিনিয়ে নিবেনা কেউ,
আমাদের স্বর ভালোবাসি বর্ণমালা
করিনা মাথানত সাজাই ফুল ডালা,
এই হলো প্রতিবাদী প্রতীক
দিয়ে যায় প্রেরণা সঠিক।