প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ
বৃষ্টি আলাপন -কামরুন নেসা লাভলী
বৃষ্টি আলাপন
কামরুন নেসা লাভলী
তোমাকে শুনবো বলে
আমি প্রতিদিন অপেক্ষা করি
তোমার সেই কঠিন আবদার
আর মায়াবী কন্ঠ স্বরটি
শুনবো বলে ,
মিষ্টি সকাল অথবা তৃষ্ণাার্ত দুপুরে
কখনো বা পেলব মাখা বিকেল
হয়তো বা গোধূলি সন্ধ্যায়
কিংবা মাদকতা ভরা পূর্নিমা রাতে
আমি কান পেতে রই,
সে-ই প্রতিক্ষিত বৃষ্টি ফোনে হবে
আমাদের আলাপন
আমরা দু'জন নিশ্চুপ ভেজাবো মন
এ-ই বৃষ্টি আলাপনে --
ঝমঝম বৃষ্টির তাল কেটে
বেসুর জলোচ্ছ্বাসের বানে
ভাসাতে ভাসতে আমরা
চলে যাবো হৃদয় প্রসবনে --
আহা! কি সরোবর
জলকেলিতে হারাবো দু'জন দু'জনাতে ।।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত