প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৮:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ণ
এই শহরে তুমি নেই- নাসরিন ইসলাম
এই শহরে তুমি নেই
নাসরিন ইসলাম
চলে গিয়েছি কতবার!
রাগ-ক্ষোভ অভিমানে ফেটে পড়েছি,
ঘুনাক্ষরে বুঝোনি, পারোনি বুঝতে,
কষ্ট বিরাণ'র কথপোকথন!
হজম করে করে হিমালয় চূড়ায় হৃদয়।
নক্ষ'র আকুতিভরা শব্দে
চোখ বুলাতে বুলাতে সম্বিৎ প্রাপ্তিতে
আরবার ফিরে আসা,
তুমি কি বেহায়া বলবে এ আমায়?
যে পথ মাড়িয়ে একবার চলে যাই সুদূরে
সে পথে ফিরে তাকানোর অভ্যেস
নেই গো আমার,
তবে, কেনো?
ধ্রুব তারার আকুতি-মিনতি তে মোমের মত
হ্যাঁ,
মোমের মত তনুমন গলে টপাটপ করে
ছড়িয়ে পড়ে মেঝেতে !
সেই যে কবে,
পড়ন্ত বিকেলে জনস্রোত'র ঢলে ছিঁটেফোঁটা
মিললো দর্শন ।
ক্যামেরার ক্লিক পড়তে না পড়তেই
ইশারায় একটু সরে ----
অভিমানে সীমাহীন দূরত্বে রইলে পড়ে
জনসমক্ষে!
হ্যাঁচকা টানে নিয়ে নিলাম----
না বললে না!
অতঃপর;
যে যার পথে ফিরে যেতে হলো!
সেই হতে
উফফ!
পেরেক ঠুকছে কে যেনো,
কাটাতার বিঁধছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে,
শ্বেত-লৌহ কনিকায় ধাবমান!
রক্তাক্ত, ক্ষত-বিক্ষত মুখ থুবড়ে পরে আছি।
তবুও দেইনি বুঝতে তোমা,
যদি ; ভেবে ভেবে আনমনে অবসাদ চেঁপে
বসলে লোহিত সাগরে করো অবগাহন!
আজ ;
কটাদিন হলো এই শহরে তুমি নেই!
মনে হয় কতশত সহস্রাব্দ বছর,
কেমন যেনো বিরাণভূমে গড়ছি বসত।
চলে গেলে, গেলে চলে ----
কিছু লিখলে না, বললেও না কিছু
একটি সাংকেতিক শব্দ ঐ ৯ ছাড়া!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত