সহচর
আমার সুখ-দুঃখ,
আনন্দ-বেদনার
ন্যায়, অন্যায়, অবিচার,
বিচারের প্রতিটি ক্ষণের সহচর!
আমার আজীবনের বিশ্বাস
আর ভালোবাসার প্রাণপ্রিয়
বন্ধু, সখা, সহচর তুই!
কখনো মান-অভিমানে
দূরে সরে গিয়ে,
আবার বিপদসংকুলে
হাত বাড়িয়ে যখন টেনে তুলিস
তখন আমি ক্লান্তি ভুলে
শান্তি ও স্বস্তির নিঃশ্বাস নিতে নিতে
অভিমান ভুলে মৃদু হেসে বলি,
"বন্ধু, আমি জানতাম, তুই আসবি!"
যখন আনন্দের জোয়ারে আত্মহারা
জনজোয়ারে ভাসতে ভাসতে দেখি
হাজার জনতার পিছনে একাকী
আমার অপেক্ষায় দাঁড়িয়ে তুই,
তখন আমি জড়িয়ে ধরে তোকে
পরমানন্দে মৃদু হেসে বলি,
"বন্ধু, আমি জানতাম, তুই আসবি!"
জীবন-মরুতে তৃষ্ণার জল হয়ে
যখন আসিস তুই,
তখন আমি
তৃষ্ণার জল পান করতে করতে
পরম তৃপ্তিতে মৃদু হেসে বলি,
"বন্ধু, আমি জানতাম, তুই আসবি!"
যখন আগুনে পুড়ে যায় চারিদিক
তার লেলিহান শিখায় জ্বলে
ঘরবাড়ি, অট্টালিকা, পুড়ে যায় দেহ
দিশেহারা মানুষ ছোটে দ্বিগ্বিদিক
তখন সকল বাধা অতিক্রম করে
আগুনের অগ্নিচক্ষুকে উপেক্ষা করে
ঝাঁপিয়ে পড়ে অগ্নিকুণ্ডে
অগ্নিগর্ভ থেকে তুলে নিয়ে যাস
আমার আগুনে পোড়া মৃতপ্রায়
অঙ্গার দেহটিকে
তখন আমি -
শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে
ক্ষীণ কণ্ঠে অস্ফুট স্বরে
মৃদু হেসে বলি,
"বন্ধু, আমি জানতাম, তুই আসবি!"
কেননা আমি জানতাম, তুই আসবি।
শ্মশানে, গোরস্থানের পথে পথে
শেষকৃত্যে জনতার ভিড়ে
একাকী অলক্ষ্যে আঁকুল হৃদয়ে
নিরবে অশ্রুসিক্ত নয়নে
যখন ব্যাকুল হয়ে কাঁদিস,
তখন আমি -
অলক্ষ্যে মৃদু হেসে বলি,
"বন্ধু, আমি জানতাম, তুই আসবি।"