1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

সাভারে আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

সাভারে আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :-
সাভারে আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যায় অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী গ্রেপ্তার।
রোববার (৩ আগস্ট) বিকেলে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, গত ২৩ জুলাই সাভারের রাজাফর এলাকার সড়কে ছাত্র ও সাধারণ মানুষ সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। আন্দোলনরতদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) মাঠে নামায়। সেই সময় আন্দোলনে অংশ নেওয়া ছাত্র শাইখ আশহাবুল ইয়ামিনকে এপিসি থেকে টেনে-হিঁচড়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। এতে ঘটনাস্থলেই মাথায় মারাত্মক আঘাত পেয়ে নিহত হন আশহাবুল।

ঘটনার পর থেকে অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলী পলাতক ছিলেন। পরিবারের পক্ষ থেকে সাভার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যেখানে মোহাম্মদ আলীকে প্রধান অভিযুক্ত করা হয়।

নিহতের পরিবার ও শিক্ষার্থীদের দাবির মুখে ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের অগ্রগতির মধ্যেই অভিযুক্ত এএসআই মোহাম্মদ আলীকে শনাক্ত করে গতকাল অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার বলেন, “আসামিকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে হাজির করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে শিক্ষার্থী আশহাবুলের মৃত্যুতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছে শিক্ষার্থীরা। তারা অবিলম্বে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

এই হত্যাকাণ্ড যেন বিচারের বাইরে না থাকে, তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলোও।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট