প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ণ
আপন মনে- নাসরিন ইসলাম
সহস্র কথা বলেই চলি
শুনে না তো কেউ,
হৃদসাগরে জাগেনা আজ
উথাল-পাতাল ঢেউ!
মনে-প্রাণে বলে যাই যে
ডেকেই চলি দিবারাত,
মহান প্রভূ বিনা সাড়া নেই
তো, কারো কোন বাত।
নিযুত ক্রোশ পাড়ি দিয়ে
আমি এ নগরে থিতু ,
ধূসর মরু ছুঁড়ি নিমেষেই
নয় এ অধম আর ভীতু।
একা চলি একা যাই-খাই
উড়ি ঘুরি ফুঁড়ি দুর্গম পথ,
নেই শংকা দ্বিধা-দন্ধ ভয়
করে জয়, ছুটে চলে রথ!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত