ঢাকা বংশালে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় সংঘটিত ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগে দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল থানা। গ্রেফতারকৃতরা হলেন—মোঃ রাশেদুজ্জামান (৪২), আলমগীর হোসেন (৬৫) এবং আব্দুল জলিল (৬৯)।
থানা সূত্রে জানা যায়, সোমবার (৪ আগস্ট ২০২৫) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে সূত্রাপুর থানাধীন রায়সাহেব বাজার এলাকা থেকে রাশেদুজ্জামান ও আলমগীর হোসেন এবং কোতয়ালী থানাধীন পপুলার হাসপাতালের সামনে থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। অভিযানে পুলিশের প্রযুক্তি ব্যবস্থার সহায়তা নেওয়া হয়।
মামলার এজাহারে ভিকটিম অভিযোগ করেন, দেড় বছর আগে তার সঙ্গে পরিচিত হওয়া মোঃ রাশেদুজ্জামান তাকে কাজের প্রস্তাব দিয়ে নিজের বাসায় নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক সম্পর্কের জন্য চাপ দিলে তিনি রাজি না হলেও ৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে বংশালের সাতরওজা এলাকায় নিজের বাসায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে রাশেদুজ্জামান এবং সেই দৃশ্য ভিডিও ধারণ করে।
পরবর্তীতে ভিডিওর ভয় দেখিয়ে রাশেদুজ্জামান ভিকটিমকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করে এবং তার সহযোগী আলমগীর ও জলিলের মাধ্যমেও ধর্ষণের ঘটনা সংঘটিত হয় বলে অভিযোগ রয়েছে। প্রতিটি ঘটনাই ভিডিও করে রাখা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এমনকি দাবি অনুযায়ী ২০ হাজার টাকা না দেওয়ায় ভিকটিমের গ্রিস প্রবাসী বেয়াইয়ের হোয়াটসঅ্যাপে ধর্ষণের ভিডিও পাঠিয়ে দেওয়া হয়।
বংশাল থানা জানায়, ভিকটিম মামলায় মোট চারজনের নাম উল্লেখ করেন এবং একজন বা দুজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি হিসেবে অভিযুক্ত করেন। গ্রেফতার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত এবং পলাতক অন্য আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।