প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৯:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৯:৪৫ অপরাহ্ণ
কবিতা – তবুও চলবো! /কবি – আমির হোসেন চৌধুরী
তবুও চলবো!
আমির হোসেন চৌধুরী
হিসাবের খাতা বড়ই কঠিন!
যাচ্ছে না মিলানো তার
একদিকে কিছু যদি আসে অন্যদিকে
যায় যে চলে ।
দিনের শেষে রঙিন স্বপ্ন যায় যে ভেসে
পরদিন আবার নতুন করে
বাঁচার স্বপ্ন বাঁধে।
হায়রে জীবন ভাবি তাই
এভাবেই কি যাবে দিন!
চলতে হবে সারাক্ষণ
কল্পনার শেষ নেই আর!
এটা বুঝি হল! ওটা বুঝি হবে!
কি মজা! কি মজা! কি আনন্দ! ফুলে ফুলে
পরক্ষণেই নেই যে,
আবার দেখি নেই তার কিছু।
এরপরেও আবার শুরু করি চলা
যদি আসে সামনে ভালো কিছু,
জীবনের পথভোলা।
শক্ত করে ধরে তা ভেসে যাবো
সাগরের বুকে,
সুখ শান্তি আসবে তবে
এরই মাঝে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত