শোকাবহ মাইল স্টোন
স্বর্ণা তালুকদার
মাইলস্টোনের শোকের মাতম
ছড়িয়ে আছে দেশে
শত মায়ের চিৎকারে আজ
ফিরে আসেনি আর শেষে,
অশ্রু ব্যাথায় মন মানেনা
এত শোক কখনো ভুলা যাবেনা!
রজনী বিদায়ে নতুন রজনী আশে
পাবেনা আর স্নেহময় ছায়া কাছে,
হবে দেশ সবার থাকব ভালবেসে
রইবেনা আর অসচেতনতা এই কামনা,
শান্তি নিরাপদ থাকুক এ ই দোয়া ভাবনা।
ভরে উঠুক স্বপ্ন রঙ্গিন গল্পে,
মানবিকতা আর স্নেহময়তা নয় অল্প
মানিক হারা বুকের ব্যথা যায় কি ভোলা।
শিক্ষিকার দায়িত্ব ভালোবাসা হৃদয় ছোঁয়া।
নতুন নতুন সম্ভবনা যাবেনা পাওয়া,
এক কথায় যায়না সব বলা।