বিরহ লগ্ন
কামরুন নেসা লাভলী
তোমাকে বড় মনে পরে প্রিয়,
বিরহের লগ্ন কি হয়নি এখন শেষ
কেন তুমি এখন ও নির্বাসনে
কেন প্রিয় তোমার এ বিসর্জন?
অন্তর কাঁদে প্রিয় অন্তরের লাগি
আখিঁ জলে ভাসাই প্রিয় তোমার তরে।
বক্ষ বেদনা আঁধার ছলে
আর কত ভুলাবো এমন ?
সহে না আর এ যাতনা
মিটিবেনা যদি এ আশা
তবে কেন এ মিছে বাসনা?