1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

 

কক্সবাজারে ১,৩২১ কোটি টাকার মাদক ধ্বংস
স্টাফ রিপোর্টার

কক্সবাজারে বিজিবি কক্সবাজার রিজিয়নের অভিযানে জব্দ করা এক হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) প্রশিক্ষণ মাঠে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল—২ কোটি ৩৩ লাখ ৯৪৯ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিভিন্ন প্রকার মদ, ৮০০ পিস ট্যাবলেট, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট, ১৬৯ বোতল ফেনসিডিল, ১,৭৯৯.৩ লিটার বাংলা মদ, ৪.৪০৫ কেজি কোকেন, ৫২.৮ কেজি গাঁজা, ২৫.৯৯৮ কেজি হেরোইন, ৪ কেজি আফিম, ১৯২ ক্যান এনার্জি ড্রিংকস, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা ও ২ বোতল হুইস্কি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি, যা সুস্থ যুব সমাজকে ধ্বংস করে দেশের জন্য অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।

বিজিবি সূত্র জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে বিজিবি মোট ২,২১৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে। এর মধ্যে থানায় হস্তান্তর করা হয়েছে ৮৯৫ কোটি টাকার মাদক ও ২,৬৯৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বাকি ১,৩২১ কোটি টাকার মাদক বুধবার ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আকছার খান, র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ও কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট