খবর
অথই নূরুল আমিন
চারদিকে শুনছি খবর অঘটনা সব
খুন খারাপি জখম আর কলরব
মনুষ্যত্ব নেই কারো সবাই স্বার্থপর
সারাদিন শুনছি দুঃখজনক খবর।।
হিংসা আর লোভ যেন সবার হৃদয়ে
এমন করে সমাজ নষ্ট কক্ক বলয়ে
কোথায় সমাজ? কোথায় বিচার?
এমনভাবে চলবে আর কত অবিচার।।
সবাই আজকে অসহায় এই সমাজে
প্রতিবাদের ভাষা নেই আসে না কোন কাজে
মানুষ গুলোই অমানুষ আজ পশুতে পরিণত
তাই তো সমাজ নষ্ট আজকে চলছে অবিরত।