রাশেদ কবীর: সারাদেশের সমমনা ৬০টিরও বেশি সংগঠনকে সাথে নিয়ে ১৯ আগস্ট, ২০২৫ইং তারিখে বিশ্ব আলোকচিত্র দিবস উদ্যাপন করে বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি
“দৃশ্য ভাষা পড়তে শিখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার দিবসটি উদ্যাপিত হয় । দিনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। শুরুতেই “তুমি কি কেবলই ছবি” শিরোনামে পরিবেশনা উপস্থাপন করে ঢাকা আর্ট এন্ড ড্যান্স সেন্টার। এরপর সংগীত পরিবেশন করে লালন যাত্রা। “প্রেম টু ফ্রেম” শিরোনামে আয়োজনের তৃতীয় পরিবেশনা উপস্থাপন করে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের সুজন ।
সকাল ৯.৩০ সময় শুরু হয় সংক্ষিপ্ত বক্তব্য পর্ব। এতে অংশ নেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি বিপিএস'র সভাপতি এম ইউসুফ তুষার, মহাসচিব জাকিরুল মাজেদ কনক, আলোকচিত্রী ড. শহিদুল আলম, বুলবুল আহমেদ, বিপিএস এর স্থায়ী পরিষদের প্রধান নাফিজ আহমেদ নাদভী, আক্কাস মাহামুদ, কামাল আহমেদ বক্তারা এই দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি শাখা খোলার জোর দাবি জানান ।
পুরো অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বিশিষ্ট্য নাট্য ব্যাক্তিত্ব শংকর শাওজাল ও বিশিষ্ট আলোকচিত্র শিল্পী ইমতিয়াজ আলম বেগ ।
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে শহীদ মিনার থেকে বর্ণিল এক শোভাযাত্রা বের করা হয় যা ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসসি) প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষ্যে নন্দিত ১২জন আলোকচিত্র শিল্পীর ছবি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদর্শিত হয়।
প্রয়াত আলোকচিত্র শিল্পীগন হলেনঃ- ১) আলোকচিত্রাচার্য মঞ্জুর আলম বেগ, ২) গোলাম কাশেম ড্যাডি, ৩) নাইবুদ্দিন আহমেদ, ৪) নাওয়াজেদ আহমেদ, ৫) সাঈদা খানম, ৬) রশিদ তালুকদার, ৭) বিজন সরকার, ৮) আমানুল হক, ৯) আনোয়ার হোসেন, ১০) মোহাম্মদ আলম, ১১) দেব্রত চৌধুরী, ১২) গোলাম মোস্তফা
বিপিএস'র সাথে যে সকল সংগঠন যৌথভাবে এবারের বিশ্ব আলোকচিত্র দিবস উদযাপন করেন সেগুলো হলোঃ
বেগার্ট ইনস্টিটিউট অফ ফটোগ্রাফি, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট, রাজশাহী ফটোগ্রাফিক সোসাইটি, ফরিদপুর ফটোগ্রাফিক সোসাইটি (এফপি- এস), এসোসিয়েশন অফ বাংলাদেশ ফেটোগ্রাফার্স (এবিপি), লিজেন্ডারী মোমেন্ট ফটোগ্রাফি সোসাইটি, ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব, সিলেট ফটোগ্রাফিক সোসাইটি,নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাব,গণ বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি,গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ফটোগ্রাফি ক্লাব, কাউন্টার ফটো, পাবনা ফটোগ্রাফার্স ফোরাম,খুলনা ফটোগ্রাফিক সোসাইটি, কুমিল্লা ফটোগ্রাফিক সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি,বগুড়া ফটোগ্রাফি ক্লাব,ভোলা ফটোগ্রাফি ক্লাব,জৈন্তা ফটোগ্রাফিক সোসাইটি,নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক সোসাইটি,স্টার ফটোগ্রাফিক সোসাইটি, গাইবান্ধা ফটোগ্রাফি এসোসিয়েশন,বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপ, এনভারমেন্টাল ফটোগ্রাফিক সোসাইটি ইপিএস, ইয়ং ফটোগ্রাফার প্যানেল অফ বাংলাদেশ,নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল ফটোগ্রাফি ক্লাব, ব্রাইট আর্ট স্টুডিও, ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি,তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব,ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব,ধুনট ফটোগ্রাফি এন্ড আর্ট ক্লাব,৩৬৫ ফটোগ্রাফি লাইব্রেরী, চিত্রচিন্তা ফটোগ্রাফার্স সার্কেল,সংযোগ,জয়পুরহাট ফটোগ্রাফিক গ্রুপ,চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি, ি প্রজম,ছায়া ইনস্টিটিউট অফ কমিউনিকেশন এ্যান্ড ফটোগ্রাফি,রায় বাহাদুর রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি ক্লাব,জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটিনে- াবিপ্রবি ফটোগ্রাফি ক্লাব,নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্ট এ্যান্ড ফটোগ্রাফি ক্লাব, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি দৃশ্যপট, ঠাকুরগাঁও, টংগী ফটোগ্রাফিক সোসাইটি,যাস্ট ফটোগ্রাফিক সোসাইটি, শের-এ-বাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি,টোগ্রাফিক সোসাইটি,সাটারব্যাগস, ইউ ল্যাব,আইআইইউসি ফটোগ্রাফি সোসাইটি, পিএসটিইউ ফটোগ্রাফি ক্লাব, এমআইএসটি ফটোগ্রাফিক সোসাইটি, জল তরণী ফটো ক্লাব ।