1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

মহিলা সমিতি মঞ্চে এরশাদ হাসান অভিনীত বারামখানা নাটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

রাশেদ কবীর: আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মহিলা সমিতির নিলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে থিয়েটারের ৪১তম প্রযোজনা ‘বারামখানা’ নাটকটি। এ নাটকটিতে লালনের জীবন প্রবাহ ও আখড়া কেন্দ্রিক বিদ্যমান পরিস্থিতি উপস্থাপিত হয়েছে। নাটকে এরশাদ হাসান একটি বিশেষ চরিত্র লালনের প্রধান শিষ্য শীতল সাঁই চরিত্রে অভিনয় করেছেন। বৃহস্পতিবার ‘বারামখানা’ নাটকটির ৪৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এরশাদ হাসান ২০০৬ সালে অভিনেতা হওয়ার বাসনা নিয়ে জাতীয় অধ্যাপক কবির চৌধুরী পরিচালিত থিয়েটার স্কুলের এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সে ভর্তি হয়েছিলেন। প্রশিক্ষণ শেষে কর্মশালা ভিত্তিক নাট্য প্রযোজনা, মলিয়েরের রচনা থেকে গিরিশ ঘোষের অনুবাদে ভাস্বর বন্ধ্যোপাধ্যায়ের নির্দেশনায় ‘য্যায়সা-কা-ত্যায়সা’ নাটকের রসিক মোহন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন এরশাদ হাসান। অভিনয়ে তখন দর্শক শ্রোতার নয়নের মনি উঠে ছিলেন।

পরবর্তীতে বিশ্ব বরেণ্য নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের দৃষ্টিকেড়ে নিয়ে সরাসরি হয়ে গেলেন থিয়েটার নাট্যদলের দলীয় সদস্য ও নাট্যকর্মী। তারপর একের পর এক মঞ্চ ও টেলিভিশ নাটকের চরিত্র থেকে বিচিত্র চরিত্রে অভিনয় যাত্রা। ইতোমধ্যে মঞ্চে বিভিন্ন নাটকে তিনশত বারের অধিক প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। এরশাদ যেমন একাধারে বেতার ও টিভিতে তালিকাভুক্ত অভিনয় শিল্পী, আবার তেমনি বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত টিভি নাটকের নিয়মিত অভিনয় শিল্পী। অভিনয়ের জন্য ইতোমধ্যে বিভিন্ন নাট্যপদকসহ অর্জণ করেছেন ট্র্যাব মিডিয়া স্টার অ্যাওয়ার্ড ২০২৫।

নাটকটিতে অভিনয় করেছেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, ত্রপা মজুমদার, এরশাদ হাসান, তানজুম আরা পল্লী, তামান্না ইসলাম, কাওসার রাজীব, আবদুল্লাহ আল মামুন জুয়েল, রাশেদুল আওয়াল শাওন, ইসমত আরা, রবিন বসাক, নূরে খোদা মাসুক সিদ্দিক, সফিউর রহমান মানু, জোয়ারদার সাইফ, তানভীর হোসেন সামদানী, মোহাম্মদ আতিকুর রহমান, কল্যাণ চৌধুরী, আপন আহসান, শেকানুল ইসলাম শাহী, মারুফ কবির, কানিজ ফাতেমা সোনিয়া, তাহমিনা স্মৃতি প্রমুখ।

মঞ্চ ও আলোক পরিকল্পনায় মো. সাইফুল ইসলাম, পলাশ হেনড্রি সেন, পোশাক পরিকল্পনায় ওয়াহিদা মল্লিক জলি, সংগীত পরিকল্পনায় কার্তিক এবং লাঠিখেলা পরিচালনায় সাইদুরর হমান লিপন। মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন খুরশীদ আলম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট