প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৬:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৬, ২০২৫, ৭:০৩ পূর্বাহ্ণ
কবিতা – শিখতে হবে / আমির হোসেন চৌধুরী
শিখতে হবে
আমির হোসেন চৌধুরী
সাফল্যের ঝুড়ি নিয়ে আজ
ঘুরি ফিরি একেলা,
পাশের বন্ধু সুলভ মানুষটি
কাঁদে ধুকে ধুকে,
মন চায় ধরি তারে
দু'হাতে করে।
আজকের আমি সেদিনের আমি
বিস্তর ব্যবধান,
যাদের কারণে হয়েছি
সফল সফল সফল।
তাদের কথা বলো ভাই
ভুলি কেমনে?
তাদের স্মরণে তাই
ভালো কাজ করে যাই
এই অভাগায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত