রাশেদ কবীর: পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার-এর ঢাকা সফরকালে দেয়া বাংলাদেশ বিরোধী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ ২৬ আগস্ট ২০২৫ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রদত্ত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এই বিবৃতিতে বলেন, গত ২২-২৪ আগস্ট তিনদিনের ঢাকা সফরকালে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের মানুষের দিল পরিস্কার করার কথা বলে ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহীনির দ্বারা বাংলাদেশের ভূখ-ে সংঘটিত ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতি ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। যা খুবই নিন্দনীয় এবং কুটনৈতিক শিষ্টাচারের চরম লংঘন। বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানী মন্ত্রীর এ ধরণের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতিগত মর্যাদার প্রতি এক চরম আঘাত। একইসঙ্গে এই বক্তব্য গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক আইন ও কনভেনশন সমূহের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে আবারো প্রমাণ হলো, বাংলাদেশের নাগরিকদের প্রতি পাকিস্তানের শাসক শ্রেণীর বিদ্বেষমূলক মনোভাবের কোন পরিবর্তন ঘটেনি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের মন্ত্রী ইসহাক দার-এর এই বক্তব্যের নিন্দা করা এবং পাকিস্তান সরকারের উচিত এই ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করা।