রাশেদ কবীর: বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশন সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম এসোসিয়েশন এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানান এবং বাংলাদেশ নদীমাতৃক দেশ প্রকৃতিগত কারনে নদীর নাব্যতা হ্রাস পাওয়ার পরেও নদী পথে ব্যবসা বহু গুন বেড়েছে। নৌ-পথই আমাদের অর্থনৈতিক কর্মকান্ডের অন্যতম কেন্দ্র বিন্দু হিসেবে পরিচিত, নিরাপদ পরিবেশে মালামাল পরিবহণে নৌপথের গুরুত্ব অপরিসীম। নৌ-পথে মালামাল পরিবহন সেবায় বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশন এর সদস্য বৃন্দ অত্যন্ত সফলতার সাথে পণ্য বোঝাই-খালাস, লেনদেন, নৌযান মালিক ও পণ্য মালিকদের সাথে সমন্বয় সাধন করে আসছে। আগামী দিন গুলিতে আমরা আরো উন্নত মানের সেবাদানে সক্ষম হব বলে আমি আশা করি । নৌ-পথে পণ্য পরিবহন ব্যবসায় আমাদের সংগঠন আরো জোরালো ভূমিকা রাখবে বলে আমি আশা করি। আমি স্মরণ করছি ২০০০ সালের কথা, যখন শুরু হয়েছিল এই সংগঠনের যাত্রা। পরবর্তীতে ২০০৫ সালে সরকারী অনুমোদন পাওয়ার পর আপনাদের সহযোগীতায় অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে আজ আমাদের এই সংগঠন শক্ত একটি অবস্থানে দাড়িয়েছে। আমি বাংলাদেশ রিভার ট্রান্সপোর্ট এজেন্ট ওনার্স এসোসিয়েশন এর বার্ষিক সাধারন সভা-২০২৫ আয়োজন করতে পেরে গর্বিত। সংগঠনের সকল সদস্যদের ব্যবসায়িক সাফল্য ও সুস্বাস্থ কামনা করছি এবং সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।