জীবন্ত শ্মশান
বলরাম সূত্রধর
সংসার শ্মশানে দাঁড়িয়ে
শ্মশানকে করিস ভয়!
এ যে তোর মনের কোণে
জমে থাকা, আজব এক বিস্ময়।
সংসারের এই মোহ-মায়ায়
যে জন জ্বলে নিত্য চিতায়!
শ্মশানের ওই আগুনে তার
কিসের এত ভয়!!
মা-বাবা ভাই-বোন
স্ত্রী-পুত্র কন্যা-স্বজন।
আপন আপন ভাবিস যারে
কেউ তো আপন নয়!!
প্রয়োজনে তুমি সবার
তুমি প্রয়োজন নও!
প্রয়োজনের বাইরে তুমি
বিন্দু বিসর্গ নও!!
কি করবে, কি হবে তখন,
ভাবিস কেন মিছে এমন?
চলবে সবই চলছে যেমন,
ভাবনা যে তোর মিথ্যা সংশয়!!