প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ১২:০৩ অপরাহ্ণ
দরুদের ফুল / নূর-ই-ইলাহী
দরুদের ফুল
নূর-ই-ইলাহী
মুমিনে মুমিনে গাহি নবীজির গান,
দরুদে বাঁধিবো আজ পরাণে পরাণ।
দরুদের ফুল দোলে জীবন বাঁকে,
অশেষ সালাম প্রিয় রাসূলে পাকে।
দরুদের মালা হোক সবার গলার,
নববী দরুদ মোর কামলী-ওয়ালার।
দরুদের ঈদ-গাহে আলপনা আঁকি,
পেয়ার নবীর প্রেমে দরুদ মাখি।
দরুদের স্বর জপে ঢেউ নদী পাখি,
তসবিতে দরুদের ফুল জমা রাখি।
দরুদের মধু-পানে হই মশগুল,
দিন রাত তাই গাঁথি দরুদের ফুল।
দিন রাত তাই জপি এই মিঠা নাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত