অনুভূতি
স্বর্ণা তালুকদার
জীবনের পরাজয়ে নেই ভীতি
শুধু কিছু তীক্ষ্ণ অনুভূতি।
জীবন হলো কাজ–বিনাশী পাঠ,
চিন্তারা বয়ে যায়, ঘুমে হারায় রাত।
সমবেদনা কষ্টে অপ্রয়োজনীয় তায়,
হতাশা বৃথা উপভোগ করতে হয়,
নিষিদ্ধ কষ্ট না বললেই নয়,
বয়ে চলা স্রোতে ফুরায় সময়।
নিমজ্জিত তাই না–বলা কথা,
নীরবে থাকে অদেখা ব্যথা।
জীবনের নিয়মে জীবন কাটাই,
কষ্ট ভুলে হাসি তাই।