প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৪:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১২:০৯ অপরাহ্ণ
কেমন ছিলে এতোদিন-সাঈদা আজিজ চৌধুরী
কেমন ছিলে এতোদিন
সাঈদা আজিজ চৌধুরী
যদি আবার দেখা হয় দৈবাৎ
প্রাচীন স্রোতের নদী ছলাৎ ছলাৎ—
যদি হেসে ওঠে কৃষ্ণচূড়া রঙের আকাশ
জোছনায় ভেসে রাত আসে
খুলে যায় তোমার আমার মন ও মুখোশ।
নীড় ভাঙা পাখি যদি হলুদ বনের পাশে
অনুযোগের দেয়াল টপকে ডেকে ওঠে হঠাৎ
সব বাঁধা অবরোধ ঠেলে দাঁড়ালাম এসে
শারদ প্রভাতে কথা ছলছল মেঠোপথে।
ভিন্ন আয়োজন কনকচাঁপার বন
সময়ের হিসাব ভুলে তুমি আর আমি তখন
মেঘমন্দ্র সুর তুলে হৃদয়ে কাঁপন
জোড়া পায়রার কৈশোর যৌবন।
ছায়া পুকুর বৃষ্টির দুপুর নিবিড় আনমনে
বিধি নিষেধ চুরমার করে কুণ্ঠিত উচ্চারণে
বললে—শীত গ্রীষ্ম বর্ষা শৈত্যের তীব্রতায়
কেমন ছিলে এতোদিন?
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত