আবাহন
বলরাম সূত্রধর
আয় না উমা আয় না ও-রে
আয় না রে তোর আপন ঘরে।।
(আমার) নাইকো অন্ন, নাইকো বস্ত্র
নাইকো কোনো অস্ত্র-সস্ত্র।
(আমি) জানিনে কোনো তন্ত্র মন্ত্র
ডাকি শুধু আপন করে।।
তোর আসার আশায় বছর গুনি
তোর আসার পদোধ্বনি শুনি,
তোর পদোধুলি দে-না ও-রে --
আয় মা উমা আয় মা ও-রে।
(এবার) আয় মা উমা, বস মা ঘরে
(আমার) এই অন্ধ দেহ, জীর্ণ গৃহ
দেনা ওমা আলো করে।