রাশেদ কবীর: আজ রাজধানীর মালিবাগের স্কাইসিটি ৪ তারকা হোটেলে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে মঞ্চ ও মিডিয়ায় অভিনয়ের জন্য পুরস্কার পেতে চলেছেন অভিনেতা রবিন।
প্রায় অর্ধশতাধিক তারকাকে নিয়ে সাজানো হয়েছে জমকালো এই আয়োজন। এ বিষয়ে রবিন জানান, মঞ্চ নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় এবং এখন তিনি বিভিন্ন মাধ্যমে কাজ করছেন। রবিন আরও বলেন, এই মাসে তার অভিনীত তিনটি মঞ্চ নাটক মঞ্চস্থ হবে এবং দুটি নতুন নাটক ইউটিউবে মুক্তি পাবে। তিনি মনে করেন, নাটক সমাজের বিভিন্ন গল্প তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
দীপ্ত টিভির একটি মেগা ধারাবাহিক দিয়ে রবিনের ভিজ্যুয়াল মাধ্যমে অভিনয় শুরু হয়। বর্তমানে তিনি মঞ্চ ও ভিজ্যুয়াল উভয় মাধ্যমেই অভিনয় করছেন। অভিনয়ের পাশাপাশি তিনি মঞ্চ নাটকের নির্দেশনাও দিচ্ছেন। ভিজ্যুয়াল মাধ্যমে নতুন কিছু কাজ করার পরিকল্পনাও চলছে তার।
এই পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে রবিন বলেন, এই সম্মান তার দায়িত্ব আরও বাড়িয়ে দেবে। তিনি বিশ্বাস করেন, দর্শকরাই শিল্পীর প্রাণ এবং তাদের ভালোবাসা ও সমর্থন শিল্পীকে আরও বেশি উৎসাহিত করে।