রাশেদ কবীর: বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন জগতের পরিচিত অভিনেতা, প্রশিক্ষক এবং নির্দেশক মো: এরশাদ হাসান সম্প্রতি তাঁর অভিনয়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জণ করেছেন। এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের শিল্পচর্চা ও দর্শকপ্রিয়তার প্রতীক। মো: এরশাদ হাসান মঞ্চনাটক, পথনাটক, মুকাভিনয় এবং টেলিভিশন চরিত্রাভিনয়ে সমানভাবে দক্ষ। মঞ্চে তাঁর অভিনয় চিত্রনাট্যের গভীর অনুধাবন, চরিত্রের স্বাভাবিক উপস্থাপন এবং দর্শকের সঙ্গে অদ্ভুত সংযোগের জন্য প্রশংসিত। টেলিভিশনে বহু ধারাবাহিক ও নাটকে তাঁর চরিত্রাভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। একজন প্রশিক্ষক ও নির্দেশক হিসেবে মো: এরশাদ হাসান নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের গাইড করছেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও অভিনয় করে সুনাম অর্জণ করেছেন।
সুন্দরবন পর্যটন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাওয়ার্ড মো: এরশাদ হাসানের বহুমাত্রিক অবদানের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হিসেবে প্রদান করা হয়েছে। ক্লাবের সভাপতি জনাব শামিমুল আহসান বলেন, ‘মো: এরশাদ হাসানের অভিনয় দক্ষতা ও নিষ্ঠা শুধু একজন শিল্পীর জন্য নয়, বরং আমাদের সংস্কৃতি ও শিল্পজগতকে সমৃদ্ধ করার প্রতীক হিসাবে কাজ করছে।’
অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসাবে ইতোমধ্যে এরশাদ হাসান টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসাবে ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড ২০২৫, সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫, হিরণ কিরণ নাট্য পদক ২০২৪ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকাস্থ জাপানী দূতাবাস এর যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’ নাটকের অভিনেতা হিসাবে ‘আন্তর্জাতিক উচিমূরা পুরস্কার-২০০৮’ গ্রুপ পদক পেয়েছেন মো. এরশাদ হাসান।
এই সম্মাননা পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এরশাদ হাসান বলেছেন, ‘এই অ্যাওয়ার্ড আমার জন্য এক অনন্য সম্মান। এটি আমার কাজকে নতুন প্রেরণা দিবে এবং আরও ভালোভাবে দর্শকের সঙ্গে সংযুক্তি ঘটাতে পারবে।’
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারা বেগমসহ দেশবরণ্যে সাংস্কৃতকি ব্যক্তিত্ব, সমাজকর্মী, জনপ্রয়ি তারকা শিল্পীদের উপস্থিতিতে গত ১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ৪ টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নজরুল সংগীত শিল্পী ফাতেমা-তুজ-জোহরা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রযোজক ও পরিচালক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহান ঝন্টু, সাবেক সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, জনাব কামরুল হাসান দর্পণ, সভাপতি, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস), মো. জাহাঙ্গীর কামাল, প্রকাশক, দৈনিক রাঙামাটি, বিশিষ্ট চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয়শিল্পী রুমানা ইসলাম মুক্তি, জনাব তৈয়বের রহমান খান, সদস্য, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সভাপতি, বোট প্রকল্প পরিচালনা পর্ষদ, সুন্দরবন পর্যটন ক্লাব, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন পর্যটন ক্লাবের সভাপতি জনাব শামিমুল আহসান।