রাধে
— যাকির সাইদ
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড়পুকুরের জলে,
ফিরা কি আইবো না আর, এই না নিদানকালে,
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড়পুকুরের জলে।
রাধে রাধে জইপা আমার যায় বুঝি গো প্রাণ,
আর কত সহিব আমি রাধার প্রেমের দান,
কূল হারাইয়া ভাসবো কত দারুণ ও অকূলে,
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড়পুকুরের জলে।
একবার যদি আইতো রাধা “কৃষ্ণ কৃষ্ণ” বলে,
ধুলায় শুইয়া বুক পাতিতাম রাধার চরণতলে,
বলতাম তারে— বড় সুখ যে ডুবিয়া অতলে,
রাধে গিয়াছে ভাসাইয়া আমায় জোড়পুকুরের জলে।