অনাগত শ্লোগান
সাঈদা আজিজ চৌধুরী
বৃক্ষের সবুজ তারুণ্য জাগাও প্রাণে,
গেয়ে যাও গান উদ্দাম উত্তাল যৌবনে।
পুঁতে দাও অন্দরে আগুনের মশাল,
জীবন্ত শব্দের স্ফুলিঙ্গ চৈতন্য বুনন।
মিথ ভাঙার গানে সচকিত ফাল্গুন,
কুমারী রাত, উষ্ণ শীৎকার, শরৎ শ্রাবণ।
ভালোবাসার ক্ষুধায় অবাঞ্ছিত ক্ষরণ,
ইচ্ছের ভেজা ঠোঁট সেই প্রিয় দংশন।
মরচে-পড়া আয়নায় বিরহ পাথার,
বিসর্জনের পাহাড়, ফেটে যাওয়া পাথর।
ঝরণার প্রসবণ, মুমূর্ষু সময়, ম্লান জোছনায়,
সাঁতারু বুক একান্তে অবিচল নিষ্ঠায়।
এবার মিছিল হবে ভেঙে চূরে অহংকার,
লেখনির অনাগত শ্লোগানে খসে বন্ধ দুয়ার।