প্রিয় জন্মভূমি
স্বর্ণা তালুকদার
মাতৃভূমি, আহা বাংলা তুমি,
মাটির সাথে আত্মার টান,
তাই তো দিবানিশি গেয়ে চলি
এ জীবনে তোমারই জয়গান।
এই দেশ হলো মনের কোণে চলা
উঁকিঝুঁকি চিত্রিত আশা-ভাষা,
তুমিই সত্য সাধ, মায়া-মমত্বে ঠাঁসা
হৃদয়ের নিরেট ভালোবাসা।
প্রাণ বিসর্জনে দেশের জন্য যারা
করেছে মানবতা রচনা,
শত গঞ্জনা, ক্ষতবিক্ষত রক্তাক্ত হয়ে
উন্মোচিত আজ ন্যায্য পথের সূচনা!