প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৮:৪৪ অপরাহ্ণ
সত্তা কে নির্বাসন / নাসরিন ইসলাম
সত্তা কে নির্বাসন
নাসরিন ইসলাম
একা থাকার অভ্যেস টা রপ্ত করে
ফেলেছি তো ধরণী তে পদার্পণ হতেই,
শংকা-সংকীর্ণতা ভয়?
তাতে ঘূর্ণন অবগাহন বহমান নয়
এই গ্রাম-গঞ্জ বন্দর নগরীতে ছিঁটেফোঁটা নয়!
একা এলে, একাই চলে যেতে হয়।
দোকা বলতে কিছু থাকে না, থাকতে নেই,
মিছে সান্ত্বনা? হ্যাঁ মিছে সান্ত্বনা ----
ক্লেশ বা চিন্তা কে প্রশমিত করে মিনিট ঘন্টা।
অতঃপর; অনন্তকালের তরে
দাউদাউ দাবানল প্রান্তরে নিঃশব্দে হেঁটে চলা!
নিভৃতে বিষাদময় একাকীত্ব বলয় বয়ে চলার,
প্রকৃত নাম-ই যদি বলি জীবন!
বেঁচে থেকে থেকে বিবর্ণ নিঃস্বতার অতলে
ডুব দেয়া,
ক্ষণে হন্তদন্ত রূপে পইপই করে সুখ খুঁজেে চলা।
অতঃপর; সহস্রাব্দ প্রহর সাধ মায়া-মমত্বে,
দিগাম্বর রূপে নিজ সত্তা কে সিন্ধুকবন্দী?
অবচেতন মনে জনম বিভীষিকা ধূসর মরু তে
বিসর্জন, বিরহে বিরাণ নির্বাসন বাবু নন্দী!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত