পুতুল খেলা
স্বর্ণা তালুকদার
আয়রে তোরা গাঁয়ের ছেলে মেয়ে
দিন কেটে যায় আনন্দে নেচে গেয়ে
প্রজাপতি আর টিয়ে ফড়িং কই
খুশিতে টলমল করে ওই।
দেখবে সার্কাস ওই মেলায়
সময় কাটায় হেলায় খেলায়
আনন্দিত চড়ুইভাতি খেলায়
পুতুলের বিয়ে দেবে ডিঙি নৌকায় চড়ে
কুটুম বাড়ি আসবে মিনি গাড়ি ভরে।
খাবে নানা মিষ্টি পিঠা
মাংস পোলাও দই মিঠা,
অতিথি হবে বুলবুলি ময়না
পরবে গলায় সোনার গয়না।