প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ২:২৭ অপরাহ্ণ
মেঘ – রুবি আক্তার
আমার এক টুকরো মেঘ আছে,
যার কাছে রাখি আমার কষ্টগুলোকে জমা।
একদিন গভীর রাতে বললো মেঘ এসে,
তোর কষ্ট অনেক ভারী,
পারি না যে আমি বয়ে নিতে।
নে বাপু, রাখ তোর কষ্ট নিজের কাছে,
আমি বরং সুখ খুঁজে দেখি
কোথায় সে আছে লুকিয়ে।
দিন যায় মাস যায় হঠাৎ একদিন
মেঘ আসলো আবার ফিরে,
বললো, দে দেখি তোর কষ্ট গুলোকে।
বললাম আমি অভিমানের স্বরে
কি হবে কষ্ট নিয়ে?
তুমি তো এখন সুখের ভেলায় চড়ে
ঘুরো পৃথিবী জুড়ে।
আমার কষ্ট কি আর ঠাঁই পাবে
তোমার সুখের ভেলাতে?
মেঘ বললো, ছুটেছি আমি
পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে,
চেয়েছি সুখ সকলের দ্বারে দ্বারে।
সুখের বদলে তারা যে
আমায় দিয়েছে কষ্ট বিলিয়ে।
তুই আর বাদ থাকবি কেনো,
ফিরিয়ে দে কষ্টগুলোকে।
আমি বললাম,
বেড়েছে কিছু কষ্ট আরো,
পারবে কি নিতে এক সাথে সব কষ্টগুলোকে?
মেঘ বললো,
দেখি বয়ে নিতে পারি কতটা দূরে,
যদি না পারি নিতে,
ঝরিয়ে দিবো তোর কষ্টগুলোকে
ঐ পৃথিবীর বুকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত