আল্লাহ্ তুই দেহিস
বলরাম সূত্রধর
আল্লাহ্ তুই দেহিস!
আল্লাহ্ তুই দেহিস!
আমার সরল বিশ্বাসে
যারা আঘাত হেনেছে
তাদের বিচার তুই করিস।
আল্লাহ্ তুই দেহিস—
আল্লাহ্ তুই দেহিস—
সরল বিশ্বাসে তোর প্রেমে
আমি সদা মশগুল থাকি।
সরল ধ্যানে, সরল জ্ঞানে,
সরল মনে সদা তোরে ডাকি।
বিশ্বাসে তোর, ঘর ছেড়েছি
বাড়ি ছেড়েছি, ছেড়েছি বেশভূষা।
কারো কোনো করি না ক্ষতি,
খোদা, কেবল তুই ভরসা।
অশীতিপর অতিশয় বৃদ্ধ আমি
তোর নামে চলি একা একা।
দস্যুর হাতে খোয়া গেল সব—
এ কি ভাগ্য লেখা!
একা পথে জোর করে
সর্বস্য নিল যারা লুট করে।
সেই অসভ্য বর্বর দানবের
বিচার তুই করিস।
আল্লাহ্ তুই দেহিস—
আল্লাহ্ তুই দেহিস—
আল্লাহ্ তুই দেহিস—