প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ৮:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১০:২৭ পূর্বাহ্ণ
ভাবনা আমার ওদের ঘিরে -নূর-ই-ইলাহী
ভাবনা আমার ওদের ঘিরে
নূর-ই-ইলাহী
চিড়িয়াখানার ফটক দিয়ে
যেই না আমি ঢুকি,
চোখের সামনে বানরগুলোর
লাফালাফি দেখি!
এক বানরের লেজ ধরে
আরেক বানর টানে,
খেলার ছলে ভুলেই গেছে
স্বাধীনতার মানে।
খাঁচার ভেতর বন্দী পাখির
নেইকো মিষ্টি সুর,
ডানা মেলে উড়তে চায়
নীল আকাশে দূর।
সিংহ বসে ভাবতে থাকে
সবুজ বনের কথা
হাতি চোখের অশ্রু যেন
বাড়ায় মনের ব্যাথা।
ভাবনা আমার ওদের ঘিরে
নিঠুর দুনিয়ায়
ফিরুক বনের পশু পাখি
আপন ঠিকানায়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত