✍️ কলমে কালি নেই ✍️
কলমে নাট্যকার মোঃমনির সরদার
গোসাঁইরহাট শরীয়তপুর
লিখতে বসি খাতার পাতায়,
কলম ধরে মনটা গায়।
একটু টান দিই—কী যে হই!
দেখি হায়রে! কালি নেই তাই!
চোখ গোল, মুখটা ভার,
সারা ঘর করি খবরদার।
“মা গো মা! নতুন কালি?”
মা বলেন, “আছে কি তা বলি?”
খোঁজে খোঁজে হই হালান,
ড্রয়ার ঘেঁটে পাই না জান!
বন্ধু বলে, “আমার আছে,
তবু দিলাম না, তুই তো বাজে!”
বসে বসে ভাবি আমি,
কলম কেন এমন নামি?
কালি ফুরোলে চুপসে যায়,
একদমই আর কাজ না হয়।
নতুন কালি, নতুন আশা,
আবার লেখায় মেতে আসা।
কলমে কালি, মনেও গান,
ছোট্ট লেখক হবো জান!