শিশুদের মজার ছড়া
কলমে নাট্যকার মোঃমনির সরদার
🐥 ১. হাঁসের ছড়া
হাঁসটি চলে টার টার,
পিছন পিছন বাচ্চার সার।
পুকুর পাড়ে জল ঢালে,
জলে নেমে খেলে হালে।
🐸 ২. ব্যাঙের ছড়া
ব্যাঙ বলে বৃষ্টির গান,
“ট্যাঁক ট্যাঁক” সুরে করে আহ্বান।
পানির মাঝে লাফিয়ে যায়,
বৃষ্টির দিনে খুশি ছায়ায়।
🐱 ৩. বিড়ালের ছড়া
বিড়াল ম্যাও ম্যাও করে,
চুলকায় গা নরম পায়ে পড়ে।
দুধের পাত্র খুঁজে চুপে,
চোখ দুটো তার যেন রূপে রূপে!
🌙 ৪. ঘুমপাড়ানি ছড়া
ঘুম আসে চুপটি চুপে,
তারা হাসে চোখের উপে।
চাঁদ মামা বলে, “আয়রে খুকু”,
স্বপ্ন সাজাও গোলাপ সুখু।
🍌 ৫. কলা নিয়ে ছড়া
কলা কলা পাকা কলা,
খাওয়ায় মা-মনি সবার আগে গলা।
সাদা ভিতর, ছড়ায় মজা,
খাও দেইখো, নেই কোনো বাজা!