1. dailyrodrodipto@gmail.com : রৌদ্রদীপ্ত : রৌদ্রদীপ্ত
  2. info@www.newsbddailyrodrodipto.online : রৌদ্রদীপ্ত :
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
যে প্রেমে ঈশ্বর মিলে তার নাম বাউল সমাজ /বন্যা চক্রবর্তী ৪র্থ সমাজভিত্তিক ক্যানসার সেবা সম্মেলন ২০২৫ মঞ্চে এলো অভিনেতা এরশাদ হাসানের একক নাটক- ভাসানে উজান হেমন্ত/ স্বর্ণা তালুকদা মেক্সিকো স্বাধীনতা পুরস্কার ২০২৫ অর্জন করলেন বাংলাদেশের কৃতি সন্তান কবি ড. জাহাঙ্গীর আলম রুস্তম ‘গোলাপি সড়ক শোভাযাত্রা স্তন ক্যান্সার সচেতনতায় অর্ধ লক্ষ লিফলেট বিতরণ অভিনয়ে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করলেন মো: এরশাদ হাসান অভিনয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: অনুরাগ স্টার সম্মাননা পেলেন এরশাদ হাসান বয়স / সাম-ই-জাহান উপমা শিশুদের মজার ছড়া – নাট্যকার মোঃমনির সরদার

অভিনয়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি: অনুরাগ স্টার সম্মাননা পেলেন এরশাদ হাসান

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

রাশেদ কবীর: বাংলাদেশের মঞ্চ ও টেলিভিশন জগতের অতি পরিচিত অভিনেতা, প্রশিক্ষক ও নির্দেশক মো: এরশাদ হাসান সম্প্রতি তাঁর অভিনয়ের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘অনুরাগ স্টার সম্মাননা ২০২৫’ অর্জন করেছেন। এই সম্মাননা তাঁর দীর্ঘদিনের অভিনয়, শিল্পচর্চা এবং দর্শকপ্রিয়তার অন্যতম প্রতীক। গত ৩ অক্টোবর ২০২৫, শুক্রবার বিকেল ৫.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বরেণ্য অতিথিবৃন্দের নিকট হতে এ সম্মাননা গ্রহণ করেন এরশাদ হাসান।

এরশাদ হাসান মঞ্চনাটক, পথনাটক, মুকাভিনয় এবং টেলিভিশন চরিত্রাভিনয়ে সমানভাবে দক্ষ। মঞ্চে তাঁর অভিনয় চিত্রনাট্যের গভীর অনুধাবন, চরিত্রের প্রাঞ্জল উপস্থাপন এবং দর্শকের সঙ্গে প্রগাঢ় সংযোগের জন্য প্রশংসিত। টেলিভিশনে বহু ধারাবাহিক ও নাটকে তাঁর চরিত্রাভিনয় দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। একজন প্রশিক্ষক ও নির্দেশক হিসেবে তিনি নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের পথ প্রদর্শন করছেন।

 

অনুরাগ স্টার সম্মাননা প্রদানকারী কমিটি জানিয়েছে, এই সম্মাননা মো: এরশাদ হাসানের বহুমাত্রিক অবদানের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে প্রদান করা হয়েছে। কমিটির সভাপতি মোস্তফা মতিহার বলেন, “মো: এরশাদ হাসানের দক্ষতা ও নিষ্ঠা শুধু একজন শিল্পীর জন্য নয়, এটি আমাদের সাংস্কৃতিক জগতকে সমৃদ্ধ করার প্রতীক হিসাবে কাজ করছে।”

অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসাবে ইতোমধ্যে মো: এরশাদ হাসান টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব) কর্তৃক মঞ্চ ও টেলিভিশন অভিনেতা হিসাবে ট্র্যাব স্টার অ্যাওয়ার্ড ২০২৫, সুন্দরবন পর্যটন ক্লাব অ্যাওয়ার্ড ২০২৫, হিরণ কিরণ নাট্য পদক ২০২৪ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকাস্থ জাপানি দূতাবাসের যৌথ প্রযোজনা ‘একশ বস্তা চাল’ নাটকের অভিনেতা হিসাবে ‘আন্তর্জাতিক উচিমুরা পুরস্কার-২০০৮’সহ অভিনয়ে শ্রেষ্ঠত্বের জন্য দেশ-বিদেশে অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

এই সম্মাননা পাওয়ায় গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে মো: এরশাদ হাসান বলেন, “এই সম্মাননা আমার জন্য এক অসামান্য পাওয়া। এটি আমার কাজকে নতুন প্রেরণা দিবে এবং সামনের দিনগুলোতে আরও ভালোভাবে দর্শকের সঙ্গে সংযুক্তি ঘটাতে সহায়তা করবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ও বিএনপি’র সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। সভাপতিত্ব করেন অনুরাগের সভাপতি মোস্তফা মতিহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ, শামিম মাহমুদ, সভাপতি, ছাত্রদল, ঢাকা মহানগর দক্ষিণ এবং গীতিকার ও গবেষক এ.বি.এম সোহেল রশিদ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট