হেমন্ত
স্বর্ণা তালুকদ
হেমন্ত এলো আনন্দ এলো
নবান্নে তাই আমেজ ভালো।
ধানের শীষে দোদুল দুলে
শীতের পিঠা দিল খুলে।।
ফুল প্রজাপতির খুশি মনে
যাচ্ছে উড়ে ক্ষণে ক্ষণে।
হেমন্তে রোদ মিষ্টি হিমেল
শীতের আমেজ দেখায় খেল ।।
মিষ্টি হাওয়ার হচ্ছে বদল
পৃথিবী মুগ্ধ নয়নে মাদল।
এমনি করেই হেমন্ত বেশ
বাংলার রুপের নেইকো শেষ।।