
৪র্থ সমাজভিত্তিক ক্যানসার সেবা সম্মেলন ২০২৫ এবং কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ নভেম্বর, শনিবার ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের খামারবাড়ি-কৃষিবিদ ইন্সটিটিউশনের থ্রি-ডি হলে এ সম্মেলন ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মূল মঞ্চ আলোকিত করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক এম এ হাই, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের সভাপতি ড. আবু মুহম্মদ জাকির হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. আবু জামিল ফয়সাল ও ডা. আরিফ মাহমুদ, স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. লিয়াকত আলী ও অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার, নারী অধিকার সংস্কার কমিশনের সদস্য ড. হালিদা হানুম আখতার, প্রশমন সেবার পথিকৃৎ অধ্যাপক ডা. নিজাম উদ্দিন আহমেদ, সাংবাদিক ও লেখক আসিফ হাসান নবী, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম, পুষ্টিবিদ ইশরাত জাহান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সারিয়া তাসনিম, কৃষিবিদ ও নিরাপদ খাদ্য আন্দোলনের নেতা ড. মো. জয়নুল আবেদীন, স্থানীয় সরকার সংস্কার কমিশনের সদস্য মাশহুদা খাতুন শেফালী, ক্যান্সার প্রতিরোধ কর্মী মোসাররত সৌরভ, ক্যান্সার জয়ী ফারজানা আলী লাবনী সহ কমিউনিটি অনকোলজি সেন্টারের ট্রাস্টি ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. সৈয়দ হুমায়ুন কবির।
ক্যান্সার সেবায় সামাজিক সম্পৃক্তি বৃদ্ধি, সমাজভিত্তিক ক্যান্সার সেবার প্রতি স্বাস্থ্য ব্যবস্থার তৎপরতা বৃদ্ধি, সমাজভিত্তিক ক্যান্সার স্ক্রিনিং ও নিবন্ধন, ক্যান্সার সেবা প্রাপ্তিতে পরিবারের দায়িত্ব, সমাজভিত্তিক প্রশমন সেবা, সমাজভিত্তিক ক্যান্সার সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ক্যান্সার রোগীদের খাবার ও পুষ্টির গুরুত্ব, জীবন জয়ের গল্প, সমাজভিত্তিক ক্যান্সার সেবার নানা উদ্যোগের কথা উঠে আসে আলোচনায়।