
২৮ নভেম্বর ২০২৫ রোজ শুক্রবার বিকাল ৪ টায় ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত ৪র্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৫ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত জনাব ড.আবদেলোহার সাইদানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাননীয় মহাপরিচালক জনাব কবি রেজাউদ্দিন স্টালিন এবং বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সভাপতি জনাব নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়িদের হাতে পুরস্কার তুলে দেন।
৪র্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৫ তে সর্বমোট অংশগ্রহনকারীর সংখ্যা ছিল ১৮৬ জন, ৯০০ ছবি জমা পড়েছিল তা থেকে নির্বাচিত ১৩৫টি ছবি প্রদর্শনী তে স্থান পায়।সভাপতি তার বক্তব্যে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করেছেন, যারা বিজয়ী হয়েছেন এবং যারা এই প্রদর্শনী সফল করার জন্য কাজ করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
আলোকচিত্র প্রতিযোগীতার পুরস্কার বিতরন শেষে প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত জনাব ড. আবদেলোহাব সাইদানী ফিতা কেটে ৪র্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৫ শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয় প্রদর্শনী গ্যালারী ঘুরে দেখেন।প্রদর্শনী ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত সকাল ১১ টা হতে রাত ৮ টা পর্যন্ত সকলের জন্যে উন্মুক্ত থাকবে।