শেষ ঠিকানা শ্মশান, নয়তো কবর,
কেউ যায় তাড়াতাড়ি,কেউ বা স্থাবর,
দেশের তরে মরলে, শহীদ অমর,
দলাদলি,অন্তর্ঘাত, মস্তানি জবর।
অপঘাতে অপমৃত্যু,বিষাক্ত খবর,
নারী ঘটিত কারণে, লজ্জার লহর,
মহামারী শুরু হ'লে,মানেনা শহর,
সামনাসামনি রণে, বীরত্ব বহর।
নারদ কাঠিতে ইতি, অতল বিবর,
পরকিয়ায় সতীন,মানবে না ঘর,
ভালোবাসার হরণে,ছেদ মুণ্ডু ধড়,
যমের জাবদা খাতা,তদন্ত নির্ভর।
মানুষ চাইনা হ'তে,চোর ঘুষখোর,
অকালে প্রাণ বিয়োগ,ভাগাড়ে বেঘোর।
অরবিন্দ সরকার
বহরমপুর,মুর্শিদাবাদ।