প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৫, ২:৫৪ অপরাহ্ণ
ধুলায় স্মরণ-বলরাম সূত্রধর
তাই নিয়ে কাঁটিয়েদেই বেলা।
জানি না এ আমার কোন খেলা!
আশায় বাঁধি, স্বপ্ন বুনি
নিরাশায় ডুবে মরি।
সমুখে যা পাই তাই আঁকড়ে ধরি!
জানি না এ ধন আমার
গৌরব না সম্মান।
এ আমার শেষ বিকেলের দান!
শেষ বিকেলের ঝরা ফুল
পায়না দেবতার চরণ!
তার কেবলি ধুলায় স্মরণ!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত